অবশেষে জনসম্মুখে কিম

image-148778-1588370824

অবশেষে প্রায় ২০ দিন পর জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, একটি সার কারখানার উদ্ভোধনে হাজির হন কিম। এসময় উপস্থিত কারখানায় লোকেরা ‘উল্লাসে ফেটে’ পড়েন।

গত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম।

সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে এনিয়ে কোন মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

তবে শেষমেশ কিমের জনসম্মুখে আসার খবর জানালো দেশটি। বিবিসি

Pin It