যার সাথে ফোনে কথা বলে ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান এবার সেই দীপক আগারওয়ালকেও বড় ধরনের শাস্তির মুখে পড়তে হলো। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা আগারওয়ালের নাম বেশি করে শুনেছেন সাকিবের শাস্তির সময়ই।
নানা কারণেই ক্রিকেট জুয়াড়ি দীপক আগারওয়ালের নাম বিশ্বের অনেকেই জানেন। তবে বাংলাদেশে সে আলোচনায় এসেছিল সাকিব আল হাসানের শাস্তির সময়। বলা হয়েছিল এই আগারওয়ালের সঙ্গে কথোপকথনের খবরই সাকিব আইসিসিকে জানাননি। এবার সেই আগারওয়াল দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যাপার থেকে নিষিদ্ধ হলেন। এই শাস্তির সঙ্গে অবশ্য সাকিবের ঘটনার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই।
আইসিসি বলেছে, দীপক আগারওয়ালের বিপক্ষে বেশ কিছু ঘটনার তদন্ত হচ্ছিল। তিনি শুরুতে সেসব তদন্তে বাধা দেওয়া ও বিলম্ব করানো এবং কিছু প্রমাণ লোপাট করার অভিযোগে অভিযুক্ত। এই অভিযোগেই তার শাস্তি হয়েছে। তবে আইসিসি বলেছে, তাদের শুনানিতে আগারওয়াল যথেষ্ট সহায়তা করেছেন। যে জন্য, তুলনামূলক কম শাস্তি হয়েছে তার।