‘অভাবে অনেকে চিকিৎসা করাতে পারে না, অনেকে বিদেশে অর্থ পাচার করছে’

image-197057-1604762143

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট বা বড় বড় অট্টালিকা নির্মাণ অবশ্যই উন্নয়ন; কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। দেশের মানুষ দারিদ্র, বৈষম্য, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও বেকারত্ব থেকে এখনো মুক্তি পায়নি। অনেক মানুষ টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারেনা, আবার অনেকেই হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

শনিবার তার বনানী কার্যালয়ে ‘বাংলাদেশ জনদল’-এর নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। মানুষ হতাশায় নিমজ্জিত; তারা শান্তি ও স্বস্তি চায়। নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের একমাত্র প্রক্রিয়া।

সভায় নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সংবিধানিকভাবে হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু শতকরা ২ থেকে ১০ ভাগ ভোট কাস্টিং কখনো নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

Pin It