দেশের অর্থনীতির ‘খারাপ অবস্থার’ জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে দায়ী করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্বস্বীকৃত এক নম্বর অর্থমন্ত্রী দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছেন।”
ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, “দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছেন আপনারাই। সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বীকার করেছেন দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ।”
গত বুধবার জাতীয় সংসদে স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানশিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরিতে বিল নিয়ে আলোচনা বিরোধীদের সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি সম্প্রতি ‘বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রীর’র খেতাব পাওয়ার কথা স্মরণ করিয়ে দেন।
সংসদে অর্থমন্ত্রীর এই বক্তব্যেরও সমমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, “অর্থমন্ত্রীর এই কথা চিরকুটে লিখে রাখলাম। হাসতে হাসতে হার্টফেল করলে অর্থমন্ত্রী দায়ী থাকবেন। তার এই বক্তব্য অজ্ঞাতপ্রসূত নয়, রাজনৈতিক ধান্দাবাজপ্রসূত।”
বাংলাদেশে বিদেশিদের অবৈধভাবে কাজ করার সুযোগ সরকারই করে দিছে বলেও অভিযোগ তোলেন রিজভী।
“গত দুইদিন আগে টিআইবি সংবাদ সম্মেলনে বলেছে, বাংলাদেশে দুই লাখ অবৈধ বিদেশি কাজ করছে। যেখানে দেশের অর্ধেক জনগোষ্ঠি বেকার সেখানে বাংলাদেশে অবৈধ বিদেশিদের কাজ করার সুযোগ করে দিয়েছে সরকার।
“সরকার বলছে দেশে একজনও বেকার থাকবে না। কিন্তু দেশের বেকারদের চিন্তা মাথায় না নিয়ে অবৈধভাবে দেশে আসা বিদেশিদের কাজ করার সুযোগ দিয়ে বেকার তৈরির কারাখানা তৈরি করেছে সরকার।”
‘ওবায়দুল কাদের মিথ্যার ফেরিওয়ালা’
ঢাকা সিটি পুনঃনির্বাচন আয়োজনে বিএনপির দাবি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশনে পুনঃনির্বাচন মামাবাড়ির আবদার। সিটি নির্বাচনে ভোট কারচুপি, জালিয়াতির কোনো সুযোগ নাই। ভোট কারচুপি বা জালিয়াতি হলে ভোট আরও বেশি কাস্ট হতো।
“আমি ওবায়দুল কাদের সাহেবকে বলব, আপনি ভোট কারচুপির এমনই মেকানিজম করেছিলেন যে, ওই মেকানিজমের পরপরই নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আপনার সুস্থতা কামনা করি। কিন্তু জালিয়াতির মেশিন ইভিএম দিয়ে ভোটারদের যেভাবে সর্ষে ফুল দেখিয়েছেন সেজন্য আপনাকে নিয়ে ভোটাররা কি ভাবছেন একটু বোঝার চেষ্টা করবেন। বার বার অসুস্থ হওয়ার পরেও আপনি মিথ্যার ফেরিওয়ালাই থেকে যাচ্ছেন।”
বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘চরম খারাপ’ উল্লেখ করে এখনই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আবারও দাবি জানান রিজভী।
গ্রেপ্তার জাসাসের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপনের অবিলম্বে মুক্তির দাবিও করেন তিনি।