আরব সাগরে অল্পের জন্য সংঘর্ষ এড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রণতরী। বৃহস্পতিবার আরব সাগরের উত্তরে নিয়মিত অভিযান পরিচালনা করছিল মার্কিন রণতরী। এরই মধ্যে রাশিয়ার একটি রণতরী খুব কাছে চলে আসে।
মার্কিন নৌবাহিনী গতকাল জানিয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও রুশ যুদ্ধজাহাজ মার্কিন রণতরীর কাছে চলে আসে। প্রায় ১৮০ ফুট দূরত্বের মধ্যে চলে আসে। পরে মার্কিন রণতরী দিক পরিবর্তন করলে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
এর আগে গত বছরের জুনে পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি রুশ যুদ্ধজাহাজ ও একটি মার্কিন যুদ্ধজাহাজ মুখোমুখি অবস্থানে চলে এসেছিল।