কোভিড-১৯ পরবর্তী জটিলতায় অসুস্থ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকাল সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব শ্যামলীর আদাবরে রিজভীর বাসায় যান বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, “মহাসচিব এসেছিলেন রিজভী ভাইকে দেখতে। তিনি তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন এবং চিকিৎসা কীভাবে চলছে, তা বিস্তারিত জেনেছেন।”
রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও এখনও তার অসুস্থতা কাটেনি।
গত ১৬ মার্চ করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়লে পরদিন ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন রিজভী। ১ এ্প্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
গত ১৭ এপ্রিল রিজভীর করোনাভাইরাস পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসে। এরপরও কিছু দিন হাসপাতালে কাটিয়ে গত ৯ মে বাসায় ফেরেন তিনি। তবে বাসায়ও ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।