টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনের লড়াই চলছে। শনিবার থেকে শুরু হবে সুপার টুয়েলভের খেলা। বাংলাদেশর প্রথম ম্যাচ ২৪ অক্টোবর।
বিশ্বকাপ শুরুর আগে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৬১ রান তাড়ায় ৯৮ রানে অলআউট হয়ে ৬২ রানে হারে বাংলাদেশ। এমন পরাজয় নিয়ে নান্নু বলেন, ভালো না খেললে লোকে অনেক কিছুই বলবে।
খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে সাবেক অধিনায়ক নান্নু বলেন, টিম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করে দল সাজায়। মাঠের কাজ খেলোয়াড়দের। খেলোয়াড়রা অনেক ম্যাচ খেলেছে কিন্তু অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা আমাদের নেই। কারণ বিগ ব্যাশে আমাদের কেউ খেলে না। সেই হিসাবে আমরা অনেক পিছিয়ে আছি এই জায়গায়।