‘মিস গ্লোবাল’ প্রতিযোগিতার অস্ট্রেলিয়া পর্যায়ে ফাইনাল রাউন্ডে অংশ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাবাব মেহজাবীন প্রমি। তিনি এর আগে ২০১৯ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অস্ট্রেলিয়া পর্যায়ের চূড়ান্ত পর্বেও অংশ নেন।
প্রতি বছর সারা বিশ্বের ৭০ জনেরও বেশি প্রতিযোগী ‘মিস গ্লোবাল’ খেতাবের জন্য এই প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে গত চার বছর ধরেই শীর্ষ ১০-এ স্থান করে নিয়েছেন অস্ট্রেলিয়া থেকে যাওয়া প্রতিযোগীরা।
বর্তমানে ‘মিস গ্লোবাল’-এর মুকুট চেক রিপাবলিকের ক্যারোলিনা কোকেসোভার মস্তকে।
এবার মিস গ্লোবাল অস্ট্রেলিয়ায় প্রমিসহ ৪১ জন প্রতিযোগী মূল পর্বের জন্য লড়বেন। চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগী যাবেন মিস গ্লোবালের মূল আয়োজনে।
প্রমি অস্ট্রেলিয়া প্রবাসী ডা. আব্দুল্লাহ আল হারুনের ছোট মেয়ে। তবে দেশে রয়েছে তাদের নিয়মিত আসা-যাওয়া। ডা. আবদুল্লাহ আল হারুনের বাড়ি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে। নিউজিল্যান্ডের নাগরিক হলেও তিনি স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে।