উত্তর অস্ট্রেলিয়ার ডারউইন নগরীতে একটি মোটেলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় মঙ্গলবার বিকালের দিকে এক বন্দুকধারী ডারউইনের ম্যাকমিন স্ট্রিটের ‘পামস মোটেল’ এ ঢুকে বিভিন্ন কক্ষের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
বিবিসি জানায়, প্রায় ঘণ্টা খানেক পর স্থানীয় সময় ১৮:০০ মিনিটে পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করে।
ওই ব্যক্তি একাই এ হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তারা এই মুহূর্তে সন্দেহভাজন আর কাউকে খুঁজছে না।
হামলায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে বলে বলে জানান নর্দান টেরিটোরি পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক লি মর্গান।
এটি জঙ্গি হামলা নয় বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।