আইপিএলের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল নতুন আসরের উদ্বোধনী ম্যাচ খেলতে নামে। এবারও হবে তেমনটাই। আইপিএলের ২০১৮ সালের চ্যাম্পিয়নস চেন্নাই সুপার কিংস উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে। তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৩ মার্চ চেন্নাইয়ে। প্রতিদিন একটি করে (তিন দিন দুটি করে) ম্যাচ রেখে প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে।
সূচি অনুযায়ী, ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে ১৭টি ম্যাচ মাঠে গড়াবে। ভারতের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে মঙ্গলবার এই সূচি প্রকাশ করা হয়েছে।
তবে এই দুই সপ্তাহের সূচিতেও আসতে পারে পরিবর্তন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পরেই আইপিএলের সম্পূর্ণ সূচি প্রকাশ করা হবে। উদ্বোধনী ম্যাচের পরদিনই কলকাতায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।
প্রথম ১৭ ম্যাচের যে সূচি দেওয়া হয়েছে তাতে ছয়টি দল চারটি করে ম্যাচ খেলবে। দুটি করে ম্যাচ খেলবে ঘরের মাঠে, দুটি করে অ্যাওয়ে ম্যাচ। তবে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু পাঁচটি করে ম্যাচ খেলবে। যার মধ্যে দিল্লি তিনটি ম্যাচ নিজেদের মাঠে খেলবে। বাঙ্গালুরুর তিনটে অ্যাওয়ে ম্যাচ।
আইপিএল-২০১৯ এর সূচি
২৩ মার্চ চেন্নাই বনাম ব্যাঙ্গালুরু (চেন্নাই)
২৪ মার্চ কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)
মুম্বাই বনাম দিল্লি (মুম্বাই)
২৫ মার্চ রাজস্থান বনাম পাঞ্জাব (জয়পুর)
২৬ মার্চ দিল্লি বনাম চেন্নাই (দিল্লি)
২৭ মার্চ কলকাতা বনাম পাঞ্জাব (কলকাতা)
২৮ মার্চ ব্যাঙ্গালুরু বনাম মুম্বাই (বেঙ্গালুরু)
২৯ মার্চ হায়দরাবাদ বনাম রাজস্থান (হায়দরাবাদ)
৩০ মার্চ পাঞ্জাব বনাম মুম্বাই (মোহালি)
দিল্লি বনাম কলকাতা (দিল্লি)
৩১ মার্চ হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালুর (হায়দরাবাদ)
চেন্নাই বনাম রাজস্থান (চেন্নাই)
১ এপ্রিল পাঞ্জাব বনাম দিল্লি (মোহালি)
২ এপ্রিল রাজস্থান বনাম ব্যাঙ্গালুরু (জয়পুর)
৩ এপ্রিল মুম্বাই বনাম চেন্নাই (মুম্বাই)
৪ এপ্রিল দিল্লি বনাম হায়দরাবাদ (দিল্লি)
৫ এপ্রিল ব্যাঙ্গালুর বনাম কলকাতা (ব্যাঙ্গালুরু)