আইপিএল ইস্যুতে মোস্তাফিজের পাশে দাঁড়ালেন শশী থারুর

SHashi-tharoor-stands-beside-Mustafizur-Rahman-6958c1c67c83b

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না। আজ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমকে। তবে এর আগেই মোস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

তার অভিমত, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়কে ক্রিকেটের সঙ্গে জড়ানো ঠিক নয়। খেলাধুলার ওপর রাজনৈতিক ইস্যুর চাপ দেওয়া উচিত না।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে থারুর বলেন, ‘সত্যি বলতে আমি মনে করি না বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটকে বহন করতে হবে। আমার অবস্থান পরিষ্কার। আমাদের উচিত কিছু বিষয়কে অন্য বিষয় থেকে আলাদা রাখা।’

তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলছে। এই বার্তা দেওয়া অব্যাহত থাকা দরকার। তবে মোস্তাফিজুর রহমানকে এই বিতর্কে টানা অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।

থারুর আরও বলেন, ‘মোস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার। এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ঘৃণামূলক বক্তব্য, হামলা, বা এসবকে সমর্থনের অভিযোগ নেই। তিনি একজন ক্রীড়াবিদ। এই দুই বিষয় মেশানো একেবারেই ঠিক না।’

প্রতিবেশী দেশগুলোকে খেলাধুলার মাধ্যমে আলাদা করে দেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেন থারুর। তিনি বলেন, ‘ভারত যদি এমন দেশ হয়ে যায় যে সব প্রতিবেশীকে আলাদা করে রাখবে এবং বলবে কেউ তাদের সঙ্গে খেলবে না, তাহলে তাতে কোনো ভালো ফল আসবে না। এই বিষয়ে আমাদের বড় মন আর বড় চিন্তা দরকার।’

শেষে তিনি জোর দিয়ে বলেন, মোস্তাফিজকে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ক্রিকেটের কারণে। সেখানে রাজনীতির প্রভাব থাকা উচিত নয়।

Pin It