আজ সৌদি থেকে ফিরছেন ৩৬৬ বাংলাদেশি

airport-samakal-5e95e08937765

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সৌদি আরব থেকে দেশে ফিরছেন ৩৬৬ বাংলাদেশি। আজ বুধবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

সৌদি থেকে ফেরা ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে ১৩২ ওমরাহ হজযাত্রীর ফিরতি টিকেট রয়েছে। বাকি ২৩৪ জনকে সৌদি সরকার তাদের খরচে ফেরত পাঠাচ্ছে।

মঙ্গলবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি মো. তসলিম উদ্দিন বলেন, ‘পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় এবং হাবের পক্ষ থেকে ওমরাহ যাত্রীদের আসতে দেওয়ার জন্য সৌদি সরকারকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই সঙ্গে সৌদি সরকার সেখানে জেলে বন্দি থাকা ২৩৪ বাংলাদেশিকেও পাঠাচ্ছে।’

তিনি জানান, ওমরাহ যাত্রীরা ১৪ ১৫ মার্চ ঢাকা থেকে সৌদি গেছেন। ওমরাহ শেষ করে তারা দেশে ফেরার অপেক্ষায় ছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, সৌদি ফেরত ৩৬৬ জন ঢাকায় আসার পর সবাইকে করোনা পরীক্ষা করে হাজী ক্যাম্পে রাখা হবে। এ বিষয়ে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালরয় এবং বেবিচক কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল হাসানও বিষয়টি নিশ্চিত করেছেন।

Pin It