করোনা সংকট মোকাবিলায় প্রায় ২৪ লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই প্যাকেজ ঘোষণা করেন। তিনি আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন। একইসঙ্গে লকডাউন আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টাইমসের
সমস্ত প্যাকেজ জুড়লে ২৭০ বিলিয়ন ডলার বা ২৩ লাখ ৬ হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকা হবে। এই অর্থ ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ১০ শতাংশ।
নরেন্দ্র মোদি বলেন, ২০২০ সালে প্রায় ২৪ লাখ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে। এই প্যাকেজে জমি-শ্রমিক সবকিছুর উপরই নজর দেওয়া হয়েছে। মধ্যবিত্তের জন্য এই প্যাকেজ। আজ বুধবার থেকে অর্থমন্ত্রী এই প্যাকেজের বিষয়ে নতুন তথ্য দেবে বলেও জানান নরেন্দ্র মোদি। তিনি ১৮ মে’র আগে লকডাউন বাড়ানোর বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ১৩০ কোটি মানুষকে আত্মনির্ভর হতে হবে। আমাদের ঐতিহ্য তাই বলছে। সময় তো একসময় সেরকমই ছিল। তার কথায়, ‘আমরা পাঁচটা পিলারের মধ্যে দাঁড়িয়ে আছি। প্রথম-অর্থনীতি যা অনন্য হবে, দ্বিতীয়-পরিকাঠামো যা অত্যন্ত উল্লেখযোগ্য হবে। তৃতীয়-সিস্টেম, চতুর্থ-আমাদের গণতন্ত্র, সবচেয়ে বড়ো গণতন্ত্র আমাদের। সেটাই আমাদের শক্তি। আর পাঁচ নম্বর হচ্ছে মস্তিষ্ক। আমাদের অসীম ক্ষমতা।’