আত্মহত্যা করেছেন ৬১ ইসরাইলি সেনা

israel-6943e0a959c8a

ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দেশের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। ইসরাইল গাজায় অভিযান শুরু করার পর থেকে এটি ইসরাইলি বাহিনীর ৬১তম সেনার মৃত্যু।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, সর্বশেষ মৃত সেনা সক্রিয় দায়িত্বে ছিলেন এবং ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার এই ঘটনা ঘটার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী বলেছিল, উত্তর একটি ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সেনাদের মানসিক চাপ ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ২৮ অক্টোবর নেসেটের একটি প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রতিবেদনে দেখা যায়, প্রতি সাতটি প্রচেষ্টার মধ্যে একজন সেনা আত্মহত্যায় সফল হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Pin It