গত এশিয়া কাপের সময় একটি ঘটনা আলোচিত হয়েছিল বেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকালে সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আফগানিস্তানের।
কিন্তু স্ট্রাইকে থাকা দুই ব্যাটার ফজল হক ফারুকী ও রশিদ খানকে দেখে মনে হয়নি তারা জানতেন বিষয়টি।
এ নিয়ে পরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখ। তিনিই এখন বাংলাদেশ দলের নতুন ভিডিও অ্যানালিস্ট হিসেবে যোগ দিচ্ছেন, অন্তত নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে কাজ করবেন মহসিন।
তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মহসিন আমাদের সঙ্গে এই দুই সিরিজে কাজ করবে। দলের পক্ষ থেকে একটা চাওয়া ছিল ওর ব্যাপারে। ও তো অস্ট্রেলিয়ান নাগরিক। তো এরই মধ্যে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছে। ’
সবশেষ বিশ্বকাপেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় শ্রীনিবাসন চন্দ্রশেখরের। এরপর অন্তর্বর্তী দায়িত্ব পালন করেন নাসির আহমেদ। এবার নেওয়া হচ্ছে মহসিনকে। নিউজিল্যান্ড সিরিজে তার কাজ পছন্দ হলে স্থায়ী করা হবে বলেও জানিয়েছেন জালাল।
বাংলাদেশে এর আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অ্যানালিস্ট ছিলেন তিনি। ২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে কাজ শুরু করেন মহসিন। পরে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে কাজ করেছেন বিগ ব্যাশের কয়েকটি দলে।
আইপিএল ও পিএসএলেও কাজের অভিজ্ঞতা আছে তার। সবশেষ আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি।