আফগানিস্তানে তুষারধসে ২ পরিবারের ২১ জন নিহত

afganistan-samakal-5e46c0b22b0ad

আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে তুষারধসে দুই পরিবারের ২১ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ তামিম আজিমি জানান, বৃহস্পতিবার দাইকুন্ডি প্রদেশে কয়েকটি তুষারধসের ঘটনা ঘটে। এসব তুষারধসে ২১ জন নিহত হয়েছে। এছাড়া ১০ জন আহত ও সাতজন নিখোঁজ রয়েছে। তুষারধসে ওই এলাকার কমপক্ষে ৫০টি ঘর ধ্বংস হয়ে গেছে। খবর ইউএনবির।

তিনি আরও জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। ঠান্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ওই এলাকার বেশির ভাগ মহাসড়ক ভারী তুষারপাত ও তুষারধসের ভয়ে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে।

আফগানিস্তানের শীতের মৌসুমে ভারী তুষারপাত, তুষারধস ও আকস্মিক বন্যা দেখা দেয়। বৃহস্পতিবারের দুর্ঘটনা মিলিয়ে গত দুই মাসে দেশটিতে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। এসব দুর্ঘটনায় অনেকে আহত হয়েছে। শীত শুরু হওয়ার পর থেকে আকস্মিক বন্যায় দেশটির ২ হাজার ৪০০ বাড়ি ভেসে গেছে।

Pin It