আফগান মন্ত্রণালয়ে হামলায় নিহত ৭

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ে বন্দুকধারীদের চালানো হামলার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন।

afgan-5cbb4e09811fb

স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে দেশটির রাজধানী কাবুলে মন্ত্রণালয়টির একটি ভবনে বিস্ফোরণের পর গোলাগুলি শুরু হয়।

এর প্রায় ৬ ঘণ্টা পর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযান শেষ হওয়ার খবর জানিয়ে সাতজন নিহতের তথ্য নিশ্চিত করা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

যে ভবনটিতে হামলা হয়েছে তার পাশেই দেশটির প্রেসিডেন্ট ভবন, কয়েকটি মন্ত্রণালয় এবং বিদেশি পর্যটকদের জন্য বিখ্যাত হোটেলে সেরেনার অবস্থান।

বিবিসি বলছে, মোট চারজন মন্ত্রণালয়ে চালানো হামলায় অংশ নেয়। এদের মধ্যে একজন ভবনের দেয়ালে বিস্ফোরণ ঘটায়। আরেকজন ভেতরে প্রবেশ করে।

অভিযানের এক পর্যায়ে পুলিশের সঙ্গে গোলাগুলির পর চার হামলাকারী নিহত হয়। এসময় প্রাণ হারান তিন পুলিশ সদস্যও। হামলার শিকার তথ্য মন্ত্রণালয়ের ১৮ তলা বিশিষ্ট ভবনটি আফগানিস্তানের অ্যতম সুউচ্চ ভবন বলে বলে পরিচিত।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি মন্ত্রণালয়ের আশেপাশে বন্দুকযুদ্ধ চলার খবর নিশ্চিত করেছেন।

এখনও পর্যন্ত কোনও পক্ষই ওই হামলার দায় স্বীকার করেনি।

এই হামলার পেছনে কিছুদিন আগে সরকার এবং তালেবান বিদ্রোহীদরে মধ্যে হতে যাওয়া একটি বৈঠক বাতিল সম্পর্কিত কোনও কারণ থাকতে পারে বলে ধারণা করা হলেও তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তা কথা অস্বীকার করেছেন।

Pin It