আবার চেয়ারে বসলেন জায়েদ খান

1646235726.Zayed

হাইকোর্টের রায় পেয়ে এফডিসিতে এসে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন চিত্রনায়ক জায়েদ খান।

বুধবার (২ মার্চ) জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত।

হাইকোর্টের রায়ের পর বিকেলে এফডিসিতে আসেন তিনি। এরপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে তিনি চেয়ারে গিয়ে বসেন। এ সময় সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

জায়েদ খান বলেন, ‘এটা শিল্পীদের জয়, আমি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছি। আদালতে আমি ন্যায়বিচার পেয়েছি। আমার দায়িত্ব পালন করে যাব’।

বিকেলে জায়েদ খান এফডিসিতে গেলে নিপুণ-জায়েদ প্যানেলের সমর্থকদের নানা রকম স্লোগান দিতে দেখা যায়। পরে সন্ধ্যায় সেখানে ঝটিকা অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পুলিশ সদস্যরা লাঠি নিয়ে ধাওয়া শুরু করে নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষ অনুসারীদের।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এফডিসি তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধীনে। এটি কেপিআইভুক্ত এলাকা। তাই নিয়মিত ডিউটি হিসেবেই অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা যায়, নিপুণ ও জায়েদ খান দুজনেই দলবল নিয়ে অবস্থান করছেন এফডিসিতে।

Pin It