আবার ভূমিকম্প, কাঁপল ঢাকাসহ বিভিন্ন এলাকা

image-427188-1622667867-692031c91a761-6920d1f81ae9b

আবার ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প পরিমাপক সংস্থা ইএমএসসি জানায়, ভোর ৬টা ১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল নরসিংদীতে। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

কিছুদিন ধরেই বিরতি দিয়ে নরসিংদীতে ভূমিকম্প হচ্ছে। এতে কাঁপছে ঢাকাও। বিশেষজ্ঞদের কেউ কেউ এসব ভূমিকম্পকে বড় কম্পনের পূর্বাভাস বলে সন্দেহ করছেন। এজন্য ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারসহ প্রয়োজনীয় প্রস্তুতির তাগিদ দিচ্ছেন তারা।

Pin It