আবার সুপার ওভারে হার কিউইদের

Thakur-samakal-samakal-5e34108e5a04f

সিরিজের তৃতীয় ম্যাচে সুপার ওভারে হেরে ভারতের কাছে সিরিজ হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। নিশ্চিত জয় এমন ম্যাচও নির্ধারিত ওভারে জিততে পারেনি কিউইরা। আবার সুপার ওভারেও শেষ দুই বলে ছক্কা মেরে ম্যাচ বের করে নেন রোহিত শর্ম।

কেন উইলিয়ামসন তাই বলেছিলেন, এখন থেকে যা করার নির্ধারিত ওভারেই করতে হবে। কারণ আগের সাত সুপার ওভারের ছয়টিতেই হারে কিউইরা। কিন্তু সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচেও নির্ধারিত ওভারে পক্ষে থাকা ম্যাচ জিততে পারলো না নিউজিল্যান্ড। সুপার ওভার ভাগ্যও পক্ষে গেল না তাদের।

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় ভারত এ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে। রোহিত শর্মাকে বিশ্রাম দিয়ে সানজু স্যামসনকে দলে নেয় তারা। ওয়াশিংটন সুন্দর, নভদিপ সাইনিরা দলে জায়গা পান। তবে ব্যাটিংয়ে ভারত কেএল রাহুল এবং মানিশ পান্ডের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৬৫ রান তোলে।

জবাব দিতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ওভারেই জয়ের প্রান্তে ছিল। কলিন মুনরো এবং টিম সেপার্ট তাদের জয়ের প্রান্তে নিয়ে যান। শেষ ওভারে জয়ের জন্য কিউইদের মাত্র ৭ রান দরকার ছিল। হাতে ছিল ৭ উইকেট। কিন্তু কিউইরা শার্দুল ঠাকুরের করা শেষ ওভারে নিতে পারে মাত্র ৬ রান। হারায় চারটি উইকেট। দুই উইকেট তুলে নেন ঠাকুর। দুটি রান আউট করে কিউইরা। ম্যাচ আবার সুপার ওভারে গড়ায়।

সেখানে প্রথমে ব্যাট করে ১৩ রান তোলে নিউজিল্যান্ড। আগের ম্যাচে ১৭ রান করেও জিততে পারেনি। এ ম্যাচে ১৩ রানের পুঁজি নিয়ে তাই জেতা কঠিন ছিল স্বাগতিকদের। ব্যাট করতে নেমে রাহুল প্রথম দুই বলেই ১০ রান তুলে নেন। তৃতীয় বলে আউট হয়ে ফেরেন তিনি। এরপর বিরাট কোহলি ক্রিজে এসে এক চার ও একটি ডাবলে এক বল হাতে রেখে তুলে নেন ওই রান।

এর আগে ভারতের হয়ে নির্ধারিত ২০ ওভারের খেলায় মানিশ পান্ডে ৩৬ বলে ৫০ রান করেন। রাহুল ২৬ বলে ৩৯ এবং শার্দুল ঠাকুর ১৫ বলে ২০ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ওপেনার কলিন মুনরো করেন ৪৭ বলে ৬৪ রান। টিম শেপার্টের ব্যাট থেকে ৩৯ বলে ৫৭ রান আসে। রস টেইলর ১৮ বলে ২৪ রান করেন। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল ৪ উইকেট নেন।

Pin It