আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না: মির্জা ফখরুল

image-226282-1614689943

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না। আমরা ইতিহাসে যার যার অবস্থান সেটা দিতে চাই।’

বুধবার (৩ মার্চ) বিকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। ফখরুল বলেন, ‘যারা অত্যাচার-নির্যাতনের মধ্যেও আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলো তাদেরকে এখন আওয়ামী লীগ স্মরণ করে না।’

স্বাধীনতার ইশতেহারের কোনো অঙ্গীকারই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কখনোই পূরণ করেনি বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল মতে, ‘আমরা স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলাম, স্বাধীনতার যে কমিটমেন্ট ছিলো, যে ইশতেহার ছিলো তার একটাও আওয়ামী লীগ সরকার কোনো দিনই পূরণ করেনি। দেশে আজকে একটা ভিন্ন মোড়কে ছদ্মবেশে তারা একদলীয় শাসন ব্যবস্থা চালু রেখেছে।’

ফখরুল মনে করেন, ‘আমরা কারো সেবাদাসে পরিণত হতে চাই না, আমরা কারো হুকুমের দাস হতে চাই না। আমরা আমাদের যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য সত্যিকার অর্থেই একটা আবাসস্থল গড়ে তুলতে চাই যেখানে তারা মুক্ত বাতাস অবস্থায় বাস করতে পারবে।

১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এর আগের দিন ডাকসুর ভিপি আসম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

Pin It