মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ড্রোন পাঠিয়ে তাকে হত্যা করতে পারে। প্রধানমন্ত্রী মাহাথির ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন দিয়ে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন।
মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী মাহাথির বাইরের বিশ্ব থেকে রক্ষায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা কেউই এখন আর নিরাপদ নই। কেউ যদি বলে, তাকে কেউ পছন্দ করেন না। এটা হয়তো কোনো দেশের কারো জন্য সঠিক। তারা হয়তো ড্রোন হামলা চালিয়ে আমাকে হত্যা করতে পারে।’