আমি হয়তো অনেকটা ঠাকুরমার মতো: প্রিয়াঙ্কা

priyanka-5c4934a71215a

তার শাড়ি পরার ধাঁচ, হাসির উজ্জ্বলতা, চুলের ছাঁট, হাত নাড়ানোর মুদ্রা— এ সবই বড় পরিচিত ভারতবাসীর। ঠাকুরমা ইন্দিরা গান্ধীকে প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেন প্রিয়াঙ্কা গান্ধী।

সেই নাতনি বুধবার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা দেওয়ার পর লখনউয়ের দলীয় কার্যালয়ে তার ঠাকুরমার স্মৃতি সংবলিত ঘরটিও যেন প্রাণ ফিরে এল। ঘষামাজা চলছে নতুন করে। ওই ঘরে ওঠার একটা পৃথক সিঁড়ি আছে, যেটা শুধু ইন্দিরাই ব্যবহার করতেন। সাফাই হচ্ছে সেই সিঁড়িও।

উত্তরপ্রদেশ কংগ্রেস সূত্রের খবর, শিগগিরই ওই সিঁড়ি বেয়ে উঠে ঠাকুরমার ঘরটিতে এসে বসবেন প্রিয়াঙ্কা। ঠাকুরমার সঙ্গে তার সাদৃশ্যের কথা অস্বীকার করেন না তিনি নিজেও। বলেওছিলেন এক সাক্ষাৎকারে, ‌‘আমায় দেখতে আমার ঠাকুরমার মতো। আমি হয়তো অনেকটা আমার ঠাকুরমার মতোও। ছোটবেলায় এমন একটা বাড়িতে বড় হয়েছি যেখানে তিনিই ছিলেন কর্ত্রী। তার একটা প্রভাব তো আমার উপর পড়েছিল।’ তবে স্বভাবের দিক থেকে, তার দাবি, তিনি বাবা রাজীবের বেশি কাছাকাছি—অনেক ‘নরম’।

রাজনৈতিক শিবির বলাবলি করছে— শুধু ইন্দিরার মতো দেখতে বলে নন, শুধু রাজীবের মেয়ে বলে নন, অপেক্ষাকৃত নবীন প্রজন্মের কাছেও রাজীব-কন্যার ব্যক্তিত্ব ও ক্যারিশমা প্রায় লোককথার মতো। অমেঠী-রায়বরেলীর মাঠঘাট-চৌরাহায় শাড়ি পরিহিতা প্রিয়ঙ্কাকে কদাচিৎ দেখা গেলেও বেশির ভাগ সময়েই তিনি ধরাছোঁয়ার বাইরে। সেটা জনচিত্তে তার আকর্ষণকে আরও বাড়িয়েছে। রাজীব-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নলিনী মুরুগনের সঙ্গে তার সেলে গিয়ে দেখা করা এবং ক্ষমা প্রদর্শনের ঘটনা গণমনে প্রিয়াঙ্কার চরিত্রে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

‘আমি কিন্তু আমার মা এবং ভাইয়ের থেকে অনেক বেশি নিভৃতে থাকতে পছন্দ করি। তবে লাজুকও নই। কেউ জানতে চাইলে নিজের অবস্থান স্পষ্ট বলে দিই।’ দীর্ঘদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রিয়াঙ্কা।

২০০৪ সালে অমেঠীতে প্রথমবার লোকসভা ভোটে দাঁড়ান রাহুল। মনোনয়নপত্র দাখিলের সময় তার জিপ-সফরে আগাগোড়া সঙ্গী প্রিয়াঙ্কা এবং তার স্বামী রবার্ট বঢরা। খেতের কাজ ফেলে ছুটে আসা গরীব মানুষজন কপাল চাপড়ে বলতেন, ‘এ যেন যুবতী ইন্দিরা ফের হাজির’! উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সেবার সাবলীলভাবেই কথা বলেছিলেন প্রিয়ঙ্কা। তখন রাহুলই ছিলেন মিডিয়ার চোখে স্বল্পবাক এবং অর্ন্তমুখী। দাদাকে সামনে এগিয়ে দিতে উন্মুখ বোন সেদিন বলেছিলেন, ‘রাহুল আমার থেকেও অনেক বেশি এবং ভাল কথা বলে।’  সে বার সোনিয়া গান্ধীর প্রচারের বেশির ভাগ বক্তৃতাও লিখে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। কয়েক বছর পরে তিনিই আবার জানিয়েছিলেন, ‘এখন আর লিখে দেওয়ার দরকার পড়ে না। আমার মা জনসভায় বক্তৃতা দেওয়ার ব্যাপারে আগে খুব লাজুক ছিলেন। কিন্তু পরিবেশ-চ্যালেঞ্জ-পরিস্থিতির সঙ্গে সঙ্গে অনেক বদলে গিয়েছেন। একইভাবে বদলেছে রাহুলও।’

জমি দুর্নীতি নিয়ে রবার্ট বঢরার বিরুদ্ধে বিজেপি আক্রমণ শানিয়েছে লাগাতার। কংগ্রেস সম্প্রতি দায়িত্ব নিয়ে পাশে দাঁড়িয়েছে। প্রিয়াঙ্কার সঙ্গে রবার্টের সম্পর্কে টেনশন নিয়েও নানা গুঞ্জন শোনা যায়। কিন্তু প্রকাশ্যে তাদের পারিবারিক চিত্রটি কখনও টোল খায়নি। বুধবার ফেসবুকে দুজনের ছবি দিয়ে রবার্ট লিখেছেন, ‘অভিনন্দন পি…জীবনের সব পর্বেই তোমার পাশে আছি। নতুন দায়িত্বের জন্য অনেক শুভকামনা।’

Pin It