আরও ৩৫০৪ করোনা রোগী শনাক্ত, নতুন মৃত্যু ৩৪

Nasima_BG120200627144252

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তথ্য অধিদপ্তরের বুলেটিনে এই তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫০৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি।

এ নিয়ে দেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।

২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৮৫ জনের সেরে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। অনুমিত হিসাবে এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন।

Pin It