বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার বিষয়ে ‘সিদ্ধান্ত’ নয় ‘আলোচনা’ হয়েছে বলে জানিয়েছে দলটি। আজ রোববার রাতে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির বিষয়ে আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা হয়েছে। খালেদা জিয়ার বিষয়টি আন্তর্জাতিক বিশেষ করে গণতান্ত্রিক সরকার ও সংশ্লিষ্টদের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। ভুলবশত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়েছে।
গতকাল স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা দেশনেত্রীর স্বাস্থ্য ও তাঁর মুক্তির বিষয়ে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেসব গণতান্ত্রিক দেশ আছে, তাদের অবহিত করব এবং যে অন্যায়ভাবে দেশনেত্রীকে আটক করে রাখা হয়েছে, সে বিষয়টা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।’
তবে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে এক দিনের ব্যবধানেই জানানো হলো যে সিদ্ধান্ত গৃহীত হয়নি, তাঁরা আলোচনা করেছেন।
এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘কালকে উনিই বলেছেন, উনি আজকে সিদ্ধান্ত পাল্টেছেন। এখানে আমার কিছু বলার নেই। এটা মহাসচিবই জানেন।’
স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান প্রথম আলোকে বলেন, ‘ বৈঠকে অনেক কিছুই সিদ্ধান্ত হয়নি, মুলতবি রয়ে গেছে।’