আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা: ট্রুডো

bg20200424145359

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবারের মতো এবারও নিজের দেশ এবং বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং টুইটার আইডিতে একটি ভিডিও বার্তায় তিনি মুসলমানদের শুভেচ্ছা এবং সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

সবার প্রতি সালাম প্রদর্শন করে জনপ্রিয় এ প্রধানমন্ত্রী বলেন, আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন। সারাদিন রোজা শেষে সন্ধ্যায় তা ভঙ্গ করবেন তারা। এছাড়াও মাসজুড়ে ইবাদত করবেন। তাই এই রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। এর বিস্তার রোধে নির্দেশনা মেনে সবাই ঘরে বসে। উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসায় ধস নেমেছে। আয়-উপার্জন নেই, কষ্ট করে জীবন চালাচ্ছেন অনেকে। এমনকি শারীরিক দূরত্ব নিশ্চিতে মসজিদেও নির্ধারিত লোকের বেশি যেতে পারছেন না। ঠিক এ সময়ে বিশ্ব মুসলমানদের দুয়ারে এসেছে রমজান। বেশকিছু দেশে ইতোমধ্যে শুরু হয়েছে রোজা রাখা। আর অনেক দেশে শুক্রবার থেকে শুরু হচ্ছে।

ট্রুডো বলেন, নিঃসন্দেহে এবারের রজমান হবে সম্পূর্ণ আলাদা। আমি জানি মানুষ তাদের জীবনে রজমানের প্রকৃত অর্থ খুঁজে বের করবে।

তিনি বলেন, কানাডার মুসলমানরা সবসময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভালো ও শক্তিশালী জায়গা হিসেবে গড়ে তুলতে অবদান রাখছেন। এ মাসেও এর ব্যতিক্রম হবে না।

প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, প্রবীণদের খাদ্য সহায়তার জন্য বিভিন্ন সংস্থা ইতোমধ্যেই সহযোগিতা শুরু করেছে। এছাড়া আমাদের সম্মুখ সারির অর্থাৎ চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে।

জাস্টিন ট্রুডো বলেন, এবার বাসায় থেকে রোজা পালন করুন। মসজিদ বা কমিউনিটি সেন্টারে বন্ধুদের সঙ্গে ইফতার না করে তাদের সঙ্গে অনলাইনে যুক্ত হন।

Pin It