ইভিএমে ফল বিলম্বের ব্যাখ্যা দিলেন রিটার্নিং কর্মকর্তা

evm-exhibition-280120-22

শনিবার ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হয়। ইভিএমে ভোট নেওয়ায় দ্রুত ফল প্রকাশের কথা বলেছিল নির্বাচন কমিশন। কিন্তু শনিবার ফল প্রকাশ করা গভীর রাতে।

যান্ত্রিক ত্রুটির কারণে এ ফল প্রকাশে দেরি হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

রোববার দুপুরে আগারগাঁওয়ের ইটিআই ভবনে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

শনিবার প্রথমবারের মতো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।

নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ হলেও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণায় ১১ ঘণ্টার মতো সময় লেগেছে। যদিও বলা হয়েছিল ইভিএমে সাধারণ ভোটগ্রহণ প্রক্রিয়ার চেয়ে সময় কম লাগবে। সিটির মেয়র পদসহ সবগুলো ওয়ার্ডের ফলাফল ঘোষণা শেষ হয়েছে শনিবার রাত ৩ টায়।

Pin It