ইভিএমে ভোট হবে, তাই সংঘাতের শঙ্কা নেই: সিইসি

CEC-Samakal-5e15e3cc79015

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বলেছেন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট হবে, তাই সংঘাতের কোনো শঙ্কা নেই। সে-জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যাও যৌক্তিকভাবে কমানো হবে। ইভিএমের কারণে নির্বাচনে কারচুপির কোনো সম্ভাবনা নেই।

বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন, এ উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী যৌক্তিকভাবে রাখা হবে, অতিরিক্ত রাখা হবে না। আগের চেয়ে কমানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো স্তর থাকে। কিছু থাকে কেন্দ্রে। কিছু থাকে স্ট্রাইকিং ফোর্স। কিছু থাকে মোবাইল ফোর্স। র‌্যাব থাকে, বিজিবি থাকে, ব্যাটালিয়ন আনসার থাকে, পুলিশ থাকে। তবে এখনো সংখ্যার দিক থেকে সিদ্ধান্ত আসেনি। তবে তারা এখানে বসে নির্ধারণ করবেন, কমানো কিভাবে যায়। অবশ্যই কমানো হবে।

সিইসি আরো বলেন, ইভিএমে আপত্তির কোনো কারণ নেই। ইভিএম’ই একমাত্র উপায় যেখানে জাল ভোট দেওয়ার সুযোগ নেই। অন্য কোনো কেন্দ্রের লোক এসে এখানে ভোট দিতে পারবে না। একবার ভোট দিলে সে আবার ভোট দিতে পারবে না। ইভিএমের মাধ্যমে এগুলো নিশ্চিত করে আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু করব।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, র‌্যাব, বিজিবি, আনসার, জেলা ও উপজেলা প্রশাসন এবং নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাসদ নেতা সাংসদ মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনে আগামী ১৩ জানুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধানত প্রতিদ্বন্দ্বিতায় করছেন আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমেদ এবং বিএনপির আবু সুফিয়ান।

Pin It