ইমরানের হাসিতে ফেঁসেছেন নারী মন্ত্রী !

state-minister-samakal-সমকাল-5e3053fe37b92

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হাসি ও শরীরী ভাষায় মজেছেন তারই মন্ত্রিসভার এক নারী সদস্য। তিনি দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী জারতাজ গুল ওয়াজির।

তিনি নিজেই এক সাক্ষাৎকারে ইমরান খানের হাসি ও শরীরী ভাষার ভূয়সী প্রশংসা করেন। এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা।

এনডিটিভি ও জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিও সাক্ষাৎকারে কোন রাখঢাক না করেই ইমরান খানের নানা গুণের প্রশংসা করেন ৩৫ বছর বয়সী জারতাজ গুল।

তিনি বলেন, ‘আপনি যদি প্রধানমন্ত্রী ইমরান খানের শরীরী ভাষা নিয়ে কথা বলতে চান, তবে আমি মনে করি তিনি অন্যতম সেরা। তিনি একজন ক্যারিশমাটিক মানুষ।’

জারতাজ গুল আরও বলেন, ”যখন কোনো সমস্যা তৈরি হয় বা আমরা সমস্যায় পড়ি অথবা কোনো সমস্যা নিয়ে আলোচনা করি, তখনই ঘরে ঢুকে তার (ইমরান) ‘খুনে হাসি’ ও ক্যারিশমায় আমাদের সমস্যা অনেকখানি মিটে যায়।”

তার সাক্ষাৎকারের ওই ভিডিও ভাইরাল হতে অবশ্য মোটেও সময় লাগেনি। তবে অনেকেই প্রতিমন্ত্রী জারতাজ গুলের বক্তব্য ভালোভাবে নেননি। এক মন্ত্রী তো জারতাজ গুলকে কটাক্ষ করে টুইটারে লেখেন, ‘মনে হচ্ছে প্রধানমন্ত্রী ইমরান খানকে বলিউডের সালমান খান বানাতে চাইছেন।’

সমালোচনাকারীদের মন্তব্য, যখন দেশের অর্থনীতি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য পণ্যের দাম আকাশছোঁয়া। আটা-ময়দা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ রুপিতে। তখন দেশের মন্ত্রীদের এসব নিয়ে মাথাব্যাথা নেই। তারা ব্যস্ত প্রধানমন্ত্রী হাসি নিয়ে।

Pin It