গত সপ্তাহে ইরানে ‘নৈতিকতা পুলিশ’ বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া হাদিস নাজাফি নামে ২৩ বছর বয়সী এক তরুণীর একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওটিতে দেখা যায় বিক্ষোভে অংশ নেওয়ার আগে নিজের চুল বেঁধে নিচ্ছেন তিনি।
বিক্ষোভে ভাইরাল হওয়া হাদিস নাজাফি এই বিক্ষোভেই প্রাণ হারিয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন হাদিস নাজাফি।
ইরানের সাংবাদিক ফারজাদ সেইফিকারান জানিয়েছেন, হাদিস নাজাফির গলা ও মুখে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
নুফদি নামে একটি সংঘটন টুইটে ভিডিওটি পোস্ট করে বলেছে, এটি ছিল হাদিস নাজাফি যে খালি হাতে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল। খামেনির সদস্যরা তার হৃদপিন্ডে ছয়টি গুলি করেছে এবং তাকে হত্যা করেছে। ইরান তার সবচেয়ে সাহসী তরুণ/তরুণীদের মুছে ফেলার চেষ্টা করছে। চুপ থেকে তাদের জয়ী হতে দেবেন না।
হাদিস নাজাফির জানাযায় ভিডিওটি দেখায় তার পরিবারের সদস্যরা।
এদিকে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনি নৈতিকতা পুলিশের হেফাজতে মারা গেলে ইরানে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পরে। ১০ দিন ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত ৪১ জন নিহত হয়েছেন।