ইয়াসের পর আসছে পাকিস্তানি ‘গুলাব’

image-246729-1622038977

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ শক্তিহীন হয়ে মিলিয়ে যাচ্ছে, পিছনে রেখে যাচ্ছে তাণ্ডবের ক্ষয় চিহ্ন।ঠিক তখনই শুরু হলো আরেকটি ঝড়ের প্রহর গোনা। ইয়াসের পর ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘গুলাব’।

ভারত মহাসাগর, আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে জন্ম নেবে এই ঘূর্ণিঝড়। সমুদ্র অশান্ত হবে। ফুঁসবে। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়বে। কিন্তু কোন সাগর? কোন উপকূল? তা এখনও নিশ্চিত নয়।

দক্ষিণ এশিয়ার পরবর্তী সাগর দানবের জন্মই এখনও হয়নি। গুলাব নাম রেখেছে পাকিস্তান। উর্দু, ফারসি, হিন্দিতে গুলাব অর্থাৎ গোলাপ। সেই গোলাপ ঝড় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড ও সংলগ্ন কিছু উপকূলীয় দেশের কোন দিকটি বেছে নেবে তা নির্ভর করছে সৃষ্টিকর্তার উপরে।

Pin It