ঈদ শেষ, ফিরছেন কর্মজীবীরা

image-691640-1688335732

জীবিকার টানে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। রোববারও ঢাকামুখী বাস, লঞ্চ ও ট্রেনে মানুষের চাপ দেখা গেছে। তবে উপচে পড়া ভিড় ছিল না। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে অনেকটা স্বস্তিতেই তারা ফিরে এসেছেন। এদিন রাজধানীর সড়কগুলো অনেকটা ফাঁকা ছিল। ছিল না চিরচেনা যানজট।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গত পাঁচ দিনে কতজন সিমধারী ঢাকা ছেড়েছেন এবং কতজন ফিরেছেন, এ তথ্য ফেসবুকে প্রকাশ করেছেন। এতে তিনি উল্লেখ করেন, ২৭ জুন থেকে ১ জুলাই-এই ৫ দিনে ঢাকা ছেড়ে যান ৯৯ লাখ ৪৭ হাজার ৭২৬ জন সিম ব্যবহারকারী। বিপরীতে এই সময়ে ঢাকায় প্রবেশ করেন ৩২ লাখ ৮২ হাজার ১৫২ জন। শনিবার ঢাকায় প্রবেশ করেন ৬ লাখ ৬১ হাজার ৮১৩ জন। খুলনায় ঈদ উদ্যাপন করে স্ত্রী-সন্তানসহ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফেরেন রফিকুল ইসলাম। তিনি জানান, একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। রোববার থেকে তার অফিস খোলা থাকায় ভোরেই ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি বলেন, ছুটি কম হলেও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ করতে পেরেছি, এতেই আনন্দ। ট্রেন যথাসময়ে ছেড়েছে এবং ঢাকায় এসেছে। ফিরতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।

রোববার সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে গাড়ি টার্মিনালে আসছে। অন্যান্য সময়ের চেয়ে গাড়ির চাপ বেশি। বরিশাল থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বোরহান কবীর জানান, সড়কে যানজট ছিল না। যাত্রীচাপও খুব একটা ছিল না। পদ্মা সেতু থাকায় মাত্র ৪ ঘণ্টায় ঢাকায় এসেছেন। স্বস্তিতে ঢাকায় আসতে পেরে উৎফুল্ল তিনি।

ওয়ারী জোনের ট্রাফিক ইনস্পেকটর (টিআই) মাহবুব জানান, সড়কে যাত্রীর তেমন একটা চাপ নেই। তবে শুক্র ও শনিবার যাত্রীদের চাপ ছিল। সোমবার (আজ) থেকে আবার যাত্রীদের চাপ বাড়তে পারে।

Pin It