উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

image-218341-1612002480

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে এই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। গত বছর টি-টোয়েন্টি অভিষেকের পর কয়দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই ওয়ানডে অভিষেক হয় তার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব দ্রুতই টেস্ট দলের সদস্য হলেন হাসান মাহমুদ। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান ।

বাংলাদেশের টেস্ট দল :

মুমিনুল হোক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

Pin It