উইন্ডোজ ১০-এর পরবর্তী ১৯এইচ২ আপডেট নিয়ে বিস্তারিত কিছু তথ্য প্রকাশ করেছে মাইক্রোসফট। মূল এই আপডেটে অনেক পরিবর্তন আশা করা হলেও পূরণ হচ্ছে সামান্যই।
চলতি বছর উইন্ডোজ ১০-এর দ্বিতীয় মূল আপডেট হবে এটি। উইন্ডোজ ১০ স্ট্যান্ডার্ড অনুযায়ী এটিকে ছোট আপডেট বলছে মাইক্রোসফট নিজেই। এই আপডেটে “কার্যক্ষমতা উন্নত করার পাশাপাশি, এন্টারপ্রাইজ ফিচার এবং মান উন্নত” করা হবে বলে জানিয়েছে সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
চলতি বছরের সেপ্টেম্বরে নতুন এই আপডেট উন্মুক্ত করার পরিকল্পনা করছে মাইক্রোসফট– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
আপডেট প্রক্রিয়াও বদল করেছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি। এতে আপডেট হবে আরও দ্রুত এবং বাধাও কমবে। প্রতিষ্ঠানটি জানায়, নতুন আপডেটের জন্য এখন সার্ভিসিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে বড় ফিচার আপডেটের বদলে নিয়মিত মাসিক আপডেটের মতোই হবে প্রক্রিয়াটি।
ইতোমধ্যেই যারা উইন্ডোজ ১০-এর বর্তমান মে ২০১৯ আপডেট ইনস্টল করেছেন শুধু তারাই নতুন আপডেট পাবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি সপ্তাহেই ধীরে ধীরে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের গ্রাহকদের জন্য ১৯এইচ২ আপডেট উন্মুক্ত করতে শুরু করেছে মাইক্রোসফট। প্রথম আপডেটটিতে ফিচারের বদলে শুধু আপডেট সরবরাহ প্রক্রিয়া পরীক্ষা করা হয়েছে। মাইক্রোসফট জানায় এই আপডেটের ফলে গ্রাহক কোনো পরিবর্তন বুঝতে পারবেন না। পুরো সংস্করণ উন্মুক্ত করার কাছাকাছি গেলে এটির নতুন ফিচারগুলো নিয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা বলেছে মাইক্রোসফট।