উন্নয়ন পরিকল্পিত হলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ টেকসই হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

nosrul-samakal-5f89c6370d256

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নগরায়ণের পাশাপাশি খাতভিত্তিক নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহযোগিতা করবে। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। উন্নয়ন যত পরিকল্পিতভাবে হবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ তত টেকসই হবে।

প্রতিমন্ত্রী শুক্রবার অনলাইনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইবি) যন্ত্রকৌশল বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, তেলচালিত যানবাহনের ইঞ্জিনের দক্ষতা ২০ শতাংশ আর বিদ্যুৎচালিত যানবাহনের ইঞ্জিনের দক্ষতা ৮০ শতাংশ। তাই বিদ্যুৎচালিত যানবাহনের ব্যবহার বাড়ানোর জন্য নীতিগত সমর্থন প্রয়োজন। বিদ্যুৎ বিভাগ এ জন্য প্রয়োজনীয় চার্জিং স্টেশন করে দেবে। তিনি বলেন, বিতরণ ও সঞ্চালন খাতে ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে। আগামী দিনের চাহিদার সঙ্গে সমন্বয় করে মানব সম্পদ উন্নয়নকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম। তিনি জ্বালানি খাতের পরিকল্পনা ও তার বাস্তবায়ন, আগামী দিনের চাহিদা, আধুনিক প্রযুক্তি, বিশেষ আইন, গ্যাস ও এলএনজির ব্যবহার, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিয়ে তার প্রবন্ধে আলোকপাত করেন।

অনুষ্ঠানে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশল মোহাম্মদ হোসাইন বলেন, সরকার জ্বালানি ও বিদ্যুৎকে সমন্বয় করে একটি ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এতে খাতভিত্তিক জ্বালানি ও বিদ্যুতের সঠিক চাহিদা তুলে ধরা হবে। মোহাম্মদ হোসাইন বলেন, বাংলাদেশে গ্রীষ্ফ্ম ও শীত মৌসুমে বিদ্যুতের চাহিদার মধ্যে যে বিশাল ব্যবধান বিরাজ করে আঞ্চলিক এনার্জি বাণিজ্যের মাধ্যমে তা সমন্বয় করতে হবে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সেমিনারে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিকুজ্জামান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর এবং আইইবির সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদা।

Pin It