উপহার দেওয়ার কৌশল

gift-reuters-011224-1733063055

উপহার পেতে যেমন ভালোলাগে তেমনি কাছের কাউকে উপহার দেওয়ার মাঝেও আনন্দ খুঁজে পাওয়া যায়।

তবে কারও জন্য প্রয়োজনী উপকারী ‍উপহার বাছাই করতে গিয়ে হয়ত দ্বিধায় ভুগতে হয়।

এই ক্ষেত্রে পরামর্শ দিতে গিয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক গৃহসজ্জা-বিষয়ক অভিজ্ঞ পেশাজীবী মর্গান নোল বলেন, “পরিকল্পনা করা, মনোযোগ দেওয়া, কার কী প্রয়োজন- এই বিষয়গুলো জানা থাকলে কার্যকর উপহার বাছাই করতে সুবিধা হয়।”

তথ্য টুকে রাখা

“জন্মদিন, বিয়েবার্ষিকী বা কোনো উৎসবের জন্য- উপহার যেমনই হোক আগে থেকেই পরিকল্পনা করার জন্য সেরা উপায় হল, যাকে দিতে চাচ্ছেন তার সম্পর্কে তথ্য টুকে রাখা”- বলেন মর্গান।

যেমন- মায়ের কোনো কিছু দরকার সেটা উপহার দেওয়া যায়। বা আড্ডায় খেয়াল রাখা, কোনো বন্ধু হয়ত বলছে- তার নির্দিষ্ট একটা জিনিস পছন্দ বা প্রয়োজন।

এই ধরনের তথ্যগুলো টুকে রাখলে উপহার দেওয়ার ক্ষেত্রে পরে বিবেচনা করতে সুবিধা হয়।

কারও জন্য সেটা হতে পারে প্রয়োজনীয় জিনিস। কিংবা শুধুই সাজানোর সরঞ্জাম।

একটু গোয়েন্দগিরি করা

মনে হতে পারে কাজটা ঠিক না। তবে বন্ধু বা প্রিয় কাউকে তার পছন্দের জিনিস দেওয়ার ক্ষেত্রে এটা একটা মোক্ষম পদ্ধতি।

“যেমন- যাকে উপহার দিতে চাচ্ছেন তার ফেইসবুক ঘাটাঘাটি করে পছন্দের বিষয়গুলো জেনে নেওয়া যেতে পারে। বা সম্প্রতি সে কোনো পোশাকের বা জিনিস অনলাইনে খুঁজেছেন কিংবা এরকম কোনো প্রতিষ্ঠানের পেইজে সংযুক্ত আছেন, এমন তথ্য জানতে পারলে- সেই নির্দিষ্ট প্রতিষ্ঠানের ‘পেইজ’ থেকে কোনো কিছু সংগ্রহ করে উপহার বাছাই করা যায়”- বলেন মর্গান।

হতে পারে সেটা টি-শার্ট, জামা, মগ, সাজানোর সামগ্রী বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস।

ব্যবহারিক জিনিস

উপহারের ক্ষেত্রে কাজে লাগবে এমন জিনিস বাছাই করা যেতে পারে। সেটা যে খুব দামি কিছু হতে হবে এমন কোনো কথা নেই।

এক সেট চামচ, বাটি, গ্লাস, টেবিলের ম্যাট, বিছানার চাদর, ঝারু কিংবা এক বক্স কাপড় বা থালাবাসন ধোয়ার সাবান। এই ধরনের জিনিসগুলো যেমন কাজের তেমনি উপহারের ক্ষেত্রে চমৎকারিত্ব তৈরি করে।

যাকে উপহার দিতে চাচ্ছেন, তার প্রোষা প্রাণী থাকলে, সেটার জন্য প্রয়োজনীয় জিনিসও হতে পারে ভালো উপহার।

“এছাড়া উপহার দেওয়া যায় কোনো সেবা। যেমন- কাউকে হয় পার্লারে চুল কাটা বা ফেইশলের একটা ‘প্যাকেজ’ গিফট করল”- পরামর্শ দেন মর্গান।

আর যেকোনো ক্ষেত্রে ‘অ্যান্টিকস’ বা প্রাচীন কোনো জিনিস উপহার হতে পারে সেরা বিষয়।

নিজে নিয়েও ভাবা

অনেক সময় কার্যকর উপহার বাছাই করতে গিয়ে আটকে যেতে হয়।

এই ক্ষেত্রে উপায় হল, নিজের কোন উপহারটা ভালো লেগেছে, সেটা কেনো ভালো লেগেছে, অন্যকে সেটা দিলে কতটা ভালো বা উপকারে লাগবে এই ভাবনা চিন্তার ফলেও সুন্দর জিনিস বাছাই করা সম্ভব হয়।

Pin It