উড়োজাহাজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ টিআইবির

tib-5ce56b246a7ce-5cffc04535994-5d4eec28bb84e

ঈদে চাহিদা বাড়ার অজুহাতে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

বিবৃতিতে তিনি বলেন, এটা খুবই মর্মাহত হওয়ার মতো বিষয় যে, বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দেখা যাচ্ছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা বিভিন্ন এয়ারলাইন্স ঈদের সময় স্বাভাবিকের চেয়ে তিন থেকে চারগুণ ভাড়া বাড়িয়েছে। ঈদে চাহিদা বাড়ায় যাত্রীদের জিম্মি করে এভাবে ভাড়া বাড়ানোর বিষয়টি ‘নিষ্ঠুর শোষণ’ ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, যাত্রীর চাপ বেশি থাকলে এয়ারলাইন্সগুলোর উচিত ট্রিপের সংখ্যা বাড়িয়ে বেশি আয়ের ব্যবস্থা করা। তা না করে যাত্রীদের জিম্মি করে ভাড়া তিন থেকে চারগুণ বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা অবৈধ। বিবৃতিতে তিনি সরকারের প্রতি, বিশেষ করে ভোক্তা সংরক্ষণ পরিদপ্তরের প্রতি কয়েকটি এয়ারলাইন্সের এই অনৈতিক ও অবৈধ তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Pin It