একদিকে বাজেট অন্যদিকে লুট: আমীর খসরু

amir-5d0520eb4ca8b

জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়। একদিকে বাজেট দিচ্ছে, পলিসি নির্ধারণ করছে; অন্যদিকে লুট করছে। সব আজ একীভূত। যারা ভোট চুরি করে, তাদের হাতে দেশের সম্পদ নিরাপদ নয়। তাদের দ্বারা সম্পদের সুষম বণ্টন হতে পারে না।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে তাঁতী দল আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়া শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজকে দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয় খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তির সঙ্গে সবকিছু জড়িত। মানুষ ভোটাধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার ফিরে পাবে কি-না, তা নির্ভর করছে তার মুক্তির ওপর। এ জন্য তাদেরকে এক দাবি নিয়ে এগিয়ে যেতে হবে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেছারুল হক প্রমুখ।

Pin It