একনেকে ৭১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

ecnec-meeting-101125-01-1762783419

‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

সরকারের নিজস্ব তহবিল থেকে ৭ হাজার ১৫০ কোটি ৯০ লাখ টাকায় ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

সোমবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বরাদ্দ নতুন আটটি, সংশোধিত দুটি প্রকল্পে ব্যয় করা হবে। সভায় ব্যয় না বাড়িয়ে দুটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। সেখানে ব্যয় ধরা হয়েছিল ৬৩২ কোটি ৬৯ লাখ টাকা।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভায় উপস্থিত ছিলেন।

এছাড়ও পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, দুর্যোগ ব্যবস্থাপনা ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নেন সভায়।

৪৫০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জে, এক হাজার ৯৩০ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা জেলায় গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং প্রায় ১৬৫ কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকায় ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প একনেকের অনুমোদন পেয়েছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৫৬৭ কোটি টাকা এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প সংধোন করে ব্যয় ধরা হয় এক হাজার ৬২১ কোটি টাকা। ২০২৮ সাল থেকে ধরা চলা মূল প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল এক হাজার ২২২ কোটি টাকা। সংশোধনে ব্যয় বেড়েছে ৩৯৮ কোটি টাকা।

৩৯৭ কোটি টাকা ব্যয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পও একনেকের অনুমোদন পেয়েছে।

Pin It