একশ টাকার পেঁয়াজ হয়ে গেল ৬৫ টাকা

image-93671-1570030939

প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল একশ টাকা থেকে একশ ১০ টাকায়। এতে দিশেহারা হয়ে পড়েন ক্রেতারা। কিন্তু হঠাৎ দেখা গেল মূল্য তালিকা সংশোধন করে পেঁয়াজের দাম লেখা হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা। জানা গেল, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদ পেয়ে তড়িঘড়ি করে মূল্য তালিকা সংশোধন করে পেঁয়াজের দাম কমিয়ে ফেলা হয়।

বুধবার চট্টগ্রামের রাউজানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উত্তর ও দক্ষিণ দুই প্রান্তে যথাক্রমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এবং উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

রাউজান উপজেলা সদরের ফকিরহাট ও দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটের দোকানগুলোতে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল একশ টাকা থেকে একশ ১০ টাকায়। মূল্য তালিকায় এই দাম লিখে রেখেছিলেন বিক্রেতারা। অভিযানের সংবাদ পেয়ে সেই তালিকা সংশোধন করে ৬৫ ৭০ টাকা করে দেন বিক্রেতারা।

ভ্রাম্যমাণ আদালত স্থানীয়দের সঙ্গে কথা বলে পেঁয়াজের মূল্যের অসংগতি খুঁজে পেয়ে দায়ী ব্যবসায়ীদের ভিন্ন ভিন্ন অর্থদণ্ডে দন্ডিত করেন। একই সঙ্গে কয়েকটি দোকানকে সতর্ক করে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফকিরহাটের ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে ৩৮ হাজার। নোয়াপাড়ায় ৮টি দোকানে জরিমানা করা হয়েছে ৩২ হাজার টাকা। দুই ম্যাজিস্ট্রেট জানিয়েছেন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Pin It