বার্গার বর্তমান জেনারেশেনের খুব পছন্দের একটা খাবার। মোটামুটি ২০০ টাকা হলেই একটা বার্গার পাওয়া যায়।
আবার কোনো ভালো ব্র্যান্ডেড দোকান হলে একটা বার্গার খেতে ৫০০ টাকা খরচ হয়। আর ফ্রাই, ড্রিংক্সয়ের আলাদা খরচ তো আছেই।
এ একটা বার্গারের টাকা দিয়ে আমরা কতটা ফল খেতে পারি, আসুন দেখে নেই-
২০০ টাকার একটা বার্গারের পরিবর্তে আপনি নিতে পারেন-
* ১ টা পাকা পেঁপে- ৮০ টাকা
* ১ কেজি পেয়ারা- ৬০ টাকা
* ১ টা আনারস- ৬০ টাকা
৫০০ টাকার একটা বার্গারের পরিবর্তে আপনি নিতে পারেন-
* আধা কেজি ড্রাগন ফ্রুটস- ২০০ টাকা
* ১ কেজি আমড়া- ৭০ টাকা
* ২টা কদবেল- ১২০ টাকা
* ১ টা আনারস- ৬০ টাকা
* আধা কেজি পেয়ারা- ৩০/৪০ টাকা
তাহলে ভেবে দেখুন কোনটা আপনার জন্য উপকারী, কোনটা খাবেন? সিদ্ধান্ত আপনার।