এখনই ল্যাঙ্গারের ভাবনায় বাংলাদেশ

BAN-AUS-samakal-5e14539b4bf2f

ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেনে কিংবা স্টিভেন স্মিথ, টিম পেইনরা দারুণ ছন্দে আছেন। কিন্তু অস্ট্রেলিয়ার চিন্তা অন্য ওপেনার জো বার্নসকে নিয়ে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে এক ইনিংসে ৯৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর তার ব্যাট খুব একটা হাসেনি।

তবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার জো বার্নসকে নিয়ে চিন্তিত নন। তিনি তাকে আরও সুযোগ দিতে চান। দলে আনতে চান না খুব বেশি পরিবর্তন। বিশেষ করে ডেভিড ওয়ার্নারের সঙ্গে জো বার্নসের জুটিতে ছুরি বসাতে চায় না তারা।

ল্যাঙ্গার বলেন, ‘টিম স্পিরিটের কথা বললে এই দলের কম্বিনেশনে ভাঙা কঠিন। তবে উপমহাদেশের সিরিজ খেলার চিন্তা মাথায় রেখে দলে আমরা একজন অতিরিক্ত স্পিনার কিংবা একজন অলরাউন্ডার নেওয়ার কথা ভাবতে পারি।’

অস্ট্রেলিয়া চলতি মাসে ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসবে। ওই সিরিজে দলের কোচের দায়িত্বে থাকবেন না ল্যাঙ্গার। তার জায়গায় দায়িত্ব পালন করতে দেখা যাবে অ্যান্ডু ম্যাকডোনাল্ডকে। তাকে নিয়ে ল্যাঙ্গার বলেন, ‘এটা তার জন্য ভালো একটা সুযোগ। আমরা আমাদের কোচিং স্টাফ নিয়ে আত্মবিশ্বাস। যে দলই হোক না কেন চাপ নেওয়ার কিছু নেই। তাকে আমি বলেছি, এই দলটা আমরা খুব বেশি ভাঙবো না।’

সূচি অনুযায়ী, আগামী জুনে দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।ল্যাঙ্গার মনে করছেন কাজে বিরতি দিয়ে আবার গুছিয়ে নেওয়া তার জন্য কিছুটা কঠিন হবে। বিশেষ করে উপমহাদেশে কোচিং করানোর অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি। দ্য সিডনি মনিং হেরাল্ডকে অজি কোচ বলেন, ‘আমি কিছুদিন কোচিংয়ের বাইরে থাকছি। বাংলাদেশ সিরিজে গুছিয়ে ওঠা নিয়ে আমি তাই এখনই কিছুটা চিন্তিত।’

Pin It