এফএ কাপ জিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানালেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা

image-244136-1621142212

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপ জিতেছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি। এ দলেই খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল খেলোয়াড় হামজা চৌধুরী। জয় উদযাপনের সময় হামজা এবং আরেক খেলোয়াড় ফোফানা দর্শকদের সামনে তুলে ধরেন ফিলিস্তিনের পতাকা। দেশটিতে চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এ দুই মুসলিম ফুটবলার।

এর আগে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, ও আর্সেনাল খেলোয়াড় মোহামেদ এলনিনি। যদিও শেষোক্তজন এর ফলে আছেন তোপের মুখে। ইংলিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, তিনি পড়তে পারেন জরিমানা, কিংবা চাকরিচ্যুতির মুখেও।

চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তোলে লেস্টার সিটি। শনিবার রাতে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোল করেন ইউরি টিলেমানস। প্রথমবারের মতো এ শিরোপা জেতায় লেস্টারের খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও মালিকদের উচ্ছ্বাস ছিল বাঁধনহারা। উৎসব চলাকালীন দুই মুসলিম খেলোয়াড় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বড় মঞ্চে এমন নজির দুর্লভ।

Pin It