এফ আর টাওয়ারের মালিকের পক্ষ নিয়ে রাজনীতি করবেন না: নাসিম

nasim-p-5ca23e204164b

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনের মালিকের পক্ষ নেওয়ায় বিএনপির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, সবকিছু নিয়ে রাজনীতি করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এফ আর টাওয়ারের মালিককে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে বিএনপি থেকে বলা হলো, রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। একজন দুর্নীতিবাজকে গ্রেফতার করলেও তার পক্ষ নিয়ে রাজনীতি করবেন, এটি মানা যায় না।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম আরও বলেন, এফ আর টাওয়ারের মালিক ১৮ তলার অনুমোদন নিয়ে ২২ তলা ভবন নির্মাণ করেছেন। এ অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। একজন দুর্নীতিবাজকে গ্রেফতার করলেই তার পক্ষ নিয়ে রাজনীতি শুরু করতে হবে কেন?

সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি ভুলের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। ভুলের রাজনীতি করতে গিয়ে তারা হতাশায় ভুগছে। এ জন্য যে কোনো সময় তারা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করতে পারে। তাদের এ ধরনের রাজনীতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সংসদে না এলে শেষ সুযোগও হারাবেন। ইস্যুবিহীন ইস্যু নিয়ে ষড়যন্ত্র না করে সংসদে এসে কথা বলুন। প্রয়োজনে আপনাদের দলীয় প্রধানের মুক্তির দাবি নিয়ে কথা বলুন।

এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আবদুস সোবহান গোলাপ, ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাতীয় পার্টির (জেপি) এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. অসীত বরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯ এপ্রিল সোহরাওয়ার্দীতে সমাবেশ :সমাজে নৈরাজ্য, মাদক, নারী-শিশু নির্যাতনসহ সব অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ১৪ দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ১০ এপ্রিল মতিঝিলে ও ১১ এপ্রিল ধানমণ্ডিতে অভিভাবক সমাবেশ। ১৫ ও ১৬ এপ্রিল রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মুজিবনগর দিবস উপলক্ষে ১৯ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হবে।

Pin It