এবার জামায়াতের মনোনয়ন পেলেন সাঈদীর ২ ছেলে

1739095963.Masud and Shamim Saidee

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এর মধ্যে দুই আসনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা আমির আমির হোসেন।

তিনটি আসনের প্রার্থীরা হলেন- পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) আসন থেকে সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার) থেকে সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে জামায়াতের মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

Pin It