এবার প্রিয়াঙ্কার মিশন ‘ম্যাট্রিক্স’

pc-300120-01

সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে খোলামেলা পোষাক পরে সমালোচকরা ধুয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এবার কোনো বিতর্কের জন্ম দিয়ে নয় বরং ভক্তদের সুখবর দিতে এসেছেন এ অভিনেত্রী।

এনডিটিভির প্রতিবেদন বলছে, হলিউডের অন্যতম অ্যাকশন ক্ল্যাসিক সিরিজ ‘ম্যাট্রিক্স’ এর চতুর্থ কিস্তিতে দেখা যাবে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে। ‘ম্যাট্রিক্স’ সিরিজের চতুর্থ কিস্তির নাম এখনো ঠিক হয়নি। তবে এ সিরিজে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস, ইয়াহিয়া ও নেইল প্যাট্রিক হ্যারিসকে নিয়ে সিনেমার কাস্টিং প্রায় চূড়ান্ত। ইতিমধ্যে এসব তারকা অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ শুরু করেছেন বলেও গণমাধ্যমে খবর বেরিয়েছে।

সিরিজের সহনির্মাতা লানা ওয়াচিভস্কি ‘ম্যাট্রিক্স’ চতুর্থ কিস্তির পরিচালনা করবেন বলে জানা গেছে। বিখ্যাত ওয়ার্নার ব্রস পিকচার্স ও ভিলেজ রোডশো ছবিটির প্রযোজনা করছে।  ছবিটি চলতি বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে।

প্রিয়াঙ্কার হাতে এখন বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট রয়েছে। এ ছাড়া রুশো ব্রাদার্সের পরিচালনায় অ্যামাজ়ন প্রাইমের সিরিজ় ‘সিটাডেল’ এ দেখা যাবে তাকে।

Pin It