৫ অক্টোবর ২০১৯ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) জীবনের জয়ী হওয়ার জন্যে কর্মব্যস্ততার বিকল্প নেই। যারা নতুন কিছু করার চেষ্টায় উদ্যমী হবেন তাদের জন্যে হারার চেয়ে জেতার সম্ভাবনাই বেশি। প্রবাসী ভাইবোনদের কারও কারও জন্য সময়টি চ্যালেঞ্জিং হতে পারে। ধর্মীয় উৎসবে আনন্দের পাশাপাশি নিরাপত্তার বিষয়েও খেয়াল রাখুন। বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জন্য সময়টি কম ভালো যেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) সাময়িকভাবে সময় কিছুটা চ্যালেঞ্জিং যেতে পারে। মানসিক চাপ এড়াতে রুটিন অনুসরণ করে কাজ করার চেষ্টা করুন। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো দিকে থেকে সুখবর পেতে পারেন। ধর্মীয় বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। তীর্থ ভ্রমণ হতে পারে। বিয়ে কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) আপনার সৃজনশীল জ্ঞান ও দক্ষতা বিকাশের সুযোগ পেতে পারেন। আপনার মধ্যে রয়েছে অন্যকে জয় করার ক্ষমতা। সুন্দর ব্যবহারের মাধ্যমে অনেকের মুখেই হাসি ফোটাতে সক্ষম হবেন। লোভে পড়ে লাভের চিন্তা করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। নিজের প্রতি আরেকটু যত্নশীল হওয়ার চেষ্টা করুন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) মাতৃসান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। কেউ কেউ জায়গাজমি সংক্রান্ত কাজে ব্যস্ত সময় পার করতে পারেন। ঘরোয়া কাজে ছোট ছোট সহযোগিতা বিবাহিতদের দাম্পত্য সুখকে দীর্ঘস্থায়ী করবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নব দম্পতির সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। ব্যবসায়িক লেনদেনে ঝুঁকি এড়াতে বুঝেশুনে বিনিয়োগ করুন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) কোথাও বেড়াতে যেতে পারেন। শিল্প, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। বিশেষ কারও সঙ্গে সাক্ষাৎ বা যোগাযোগ হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা চিঠি পেতে পারেন। কেউ কেউ জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশ নিতে পারেন। সন্তানের শিক্ষা, স্বাস্থ্য ও সুস্থ সংস্কৃতির বিকাশে খেয়াল রাখুন। ঝামেলা মুক্ত থাকতে চাইলে তর্ক এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। কিছু সময় থাকে যখন একটু বুঝে শুনে চলতে হয়। চোখ কান খোলা রেখে চলুন। সময়োপযোগী কিছু বিষয়ে দক্ষতা অর্জন চাকুরীপ্রার্থীদের নিয়ে যাবে সাফল্যের দ্বারপ্রান্তে। সুপরিচিত, স্বল্প পরিচিত কিংবা নতুন পরিচিত সবার সঙ্গে সম্পর্ককে সচল রাখুন আপনার দক্ষতা বিকাশের জন্য। ভ্রমণ হতে পারে। প্রেমের সম্পর্কে এগুতে হবে বুঝে শুনে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শরীর ও মন ভালো যেতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। ধর্মীয় কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। কাছে কিংবা দূরে ভ্রমণে অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। কান কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কারও কারও জায়গা জমি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা মোকাবেলার প্রয়োজন হতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) সাময়িকভাবে কিছুটা চ্যালেঞ্জিং সময় মোকাবেলার প্রয়োজন হতে পারে। সাধ্যের অতিরিক্ত কোনো বিষয়ে দায়িত্ব কিংবা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন। ঋণের ঝুঁকি এড়াতে আয় বুঝে ব্যয় করুন। ভুল কোনো সিদ্ধান্তের জন্য মাশুল গুণতে হতে পারে। যা কিছু করার জেনে বুঝে করুন। কোনো দিক থেকে অর্থকড়ি আসতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। ভ্রমণ হতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) প্রিয় মানুষের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ধর্মীয় কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। আপনার ওপর বিশেষ কোনো কাজের দায়িত্ব পালনের সুযোগ আসতে পারে। ভাইবোনের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। কোনো কাজের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পেতে পারেন। বাড়িতে অতিথি আসতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) আপনার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কোনো কাজে নেতৃত্বের সুযোগ পেতে পারেন। সামাজিক উন্নয়ণমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। আয় উপার্জন ভালো যেতে পারে। আপনার দায়িত্বে অবহেলা কিংবা খেয়ালীপনার জন্য যাতে পরে অনুশোচনা করতে না হয় সেজন্যে কাজে লেগে পড়ুন। কান কথায় প্রভাবিত না হলে ভালো করবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) দূরে কোথাও ভ্রমণ হতে পারে। জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো জ্ঞান বা ধারণা পেতে পারেন। ধর্মীয় বিষয়ে আপনার সচেতনতা বৃদ্ধি পেতে পারে। কারও কারও তীর্থ ভ্রমণ হতে পারে। শিক্ষক কিংবা গুরুজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের কাছে থেকে সঠিক পথের দিকনির্দেশনা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মেধা বিকাশের সুযোগ পাবেন। বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আয় উন্নতির চেষ্টায় সাফল্য পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) যা কিছু করার আগে পিছে খেয়াল রাখুন। এমন কিছু করা ঠিক হবে না যাতে কেউ আপনার দুর্বল জায়গায় আঘাত করতে পারেন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়তে পারে। গুরুজনের সান্নিধ্য পেতে পারেন। প্রবাসীরা কোনো সুখবর আশা করতে পারেন। পেশাগত বিষয়ে কোনো চ্যালেঞ্জ দেখা যেতে পারে। বন্ধু নির্বাচনে সচেতন থাকুন। অসৎসঙ্গ অনেক সময় জীবনের গতিপথ বদলে দেয়। এ ধরনের ক্ষেত্রে সচেতন হলে ভালো করবেন।