সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) সময়টা আপনার মোটামুটি ভালো যেতে পারে। যাদের পরিবারে বিয়ের আলোচনা চলছে খুব দ্রুত কোনো সুখবর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ফার্নিচার, জুয়েলারি কিংবা প্রসাধনীর ব্যবসায়ে সাফল্যের দেখা মিলতে পারে। গুরুজনের কাছ থেকে পথনির্দেশনা পেতে পারেন। প্রবাসী বন্ধু কিংবা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ভ্রমণ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) শরীর স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সচেতনতার প্রয়োজন আছে। বিশেষ করে যাদের ডায়াবেটিস কিংবা ওভারি সংক্রান্ত কোনো ধরনের সমস্যা রয়েছে তারা দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো করবেন। জরুরি কোনো বিষয়ে আলোচনায় অংশগ্রহণের প্রয়োজন হতে পারে। যেসব কাজ করতে বিবেক বাধা দেয় সচেতনভাবে তা এড়িয়ে চলুন। খেয়ালীপনার কোনো ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) কাব্য, শিল্প কিংবা সংস্কৃতির প্রতি আকর্ষণ অনুভব করবেন। নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে যার সঙ্গে আপনার মতের মিল রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন যা আপনার কাজের মান উন্নয়নে সহায়ক হবে। প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় পার করার সুযোগ পেতে পারেন। সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। শরীর সাময়িকভাবে একটু কম ভালো যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) আপনার জন্য ভালো খবর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অতীত কিংবা চলমান কোনো কাজের সুফল পেতে দৈনন্দিন কাজে ভালোভাবে মনোনিবেশ করুন। ব্যক্তিগত কিংবা পেশাগত দায়দায়িত্ব সততা ও দক্ষতার সঙ্গে পালন করার চেষ্টা করুন। গৃহস্থালী কেনাকাটায় ব্যস্ততা বাড়তে পারে। কর্মস্থলে পদস্থ কিংবা সহকর্মীদের কারও সঙ্গে মতের অমিল হতে পারে। মার্জিতভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করুন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। প্রিয়জনের সঙ্গে আনন্দময় কাটানোর সুযোগ পেতে পারেন। গুরুত্বপূর্ণ আলোচনায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ছোট ভাইবোনের সাফল্যে আনন্দ পেতে পারেন। পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে। খেলাধুলার সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়তে পারে। প্রেমের সম্পর্ক ভালো যেতে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ যা কিছু করার ঠাণ্ডা মাথায় করুন। রাগের মাথায় এমন কিছু করা ঠিক হবে না যার জন্যে আপনাকে পস্তাতে হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ আপাতত এড়িয়ে চলার চেষ্টা করুন। মেশিনারি কিংবা যন্ত্রপাতি সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্তদের বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। হাতে অর্থ আসতে পারে। জমিজমা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) মন প্রফুল্ল থাকবে আশা করা যায়। কাব্য কিংবা সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িতদের ব্যস্ততা বাড়তে পারে। সুন্দর বচনে অন্যের হৃদয় জয় করতে সক্ষম হবেন। হাতে অর্থকড়ি আসতে পারে। ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক যোগাযোগে সাফল্য আশা করতে পারেন। প্রাজ্ঞ কারও কাছ থেকে দিকনির্দেশনা পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কারও কারও ব্যয় বাড়তে পারে। এমন কিছু করা কিংবা বলা ঠিক হবে না যার জন্যে বদনাম রটতে পারে। বিবাহিতদের দাম্পত্য সুখশান্তি বজায় থাকবে। বাড়িতে অতিথি আসতে পারে। কোনো কাজের জন্য প্রশংসা লাভ করতে পারেন। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) সময়টা আপনার জন্য ভালো যেতে পারে। কারও কারও আয় উপার্জন বৃদ্ধি কিংবা পদোন্নতি লাভের যোগ রয়েছে। বড় ভাইবোনের কাছ থেকে অর্থ কিংবা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেতে পারেন। সাময়িকভাবে চ্যালেঞ্জিং সময় মোকাবেলার প্রয়োজন হতে পারে। একটু সচেতন থাকলে ভালো করবেন। বিশেষ কোনো রংয়ের প্রতি আপনার আকর্ষণ বাড়তে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) পেশাগত বিষয়ে কোনো সুখবর আশা করতে পারেন। পদস্থদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। চাকুরিপ্রার্থীদের কেউ কেউ নতুন চাকুরির সন্ধান পেতে পারেন। নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। হাতে অর্থকড়ি আসতে পারে। তবে ব্যয় বৃদ্ধি হতে পারে। ঋণ মুক্ত থাকতে চাইলে অপ্রয়োজনীয় ব্যয় আপাতত কমিয়ে দিন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) আপনার শিক্ষক কিংবা গুরুজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রয়োজনে তাদের কাছ থেকে সহযোগিতা কিংবা দিকনির্দেশনা পেতে পারেন। যা আপনাকে চলার পথে প্রেরণা যোগাবে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়তে পারে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। বড় ভাইবোনের সহযোগিতা আশা করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) সাময়িক সময়টা কম ভালো যেতে পারে। একটু বুঝে শুনে কাজ করুন। ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। অন্যথায় পার্টনারের সঙ্গে মতের অমিল হতে পারে। দূরে ভ্রমণ হতে পারে। আধ্যাত্নিক জ্ঞানসম্পন্ন কারও সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রয়োজনে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেতে পারেন। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে।