বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসে সেখানে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের অন্য দুই নেতা।
রোববার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে পৌঁছান তারা। মির্জা ফখরুল ছাড়া অন্য দুইজন হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও আবদুল মঈন খান।
৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের রোববার ভোরে তার রাজধানীর সংসদ ভবন সংলগ্ন সরকারি বাসায় অসুস্থ হয়ে পড়েন। ফজরের নামাজের পর হঠাৎ করেই তার শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও ব্যক্তিগত কর্মকর্তারা তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, তার শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। চিকিৎসার জন্য আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না।