ওমরাহর ভিসা ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ করছে সৌদি আরব

image-64395-1561226990

পবিত্র হজের জন্য এক মাস ওমরাহ ভিসা বন্ধ রাখবে সৌদি সরকার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৬ আগস্ট থেকে আবার ওমরা হজ ভিসা চালু হবে। শনিবার এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বাদি বলেন, ‘এ বছরের ১৬ আগস্ট থেকে চলতি মৌসুমে ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করবে মন্ত্রণালয়। হাজিদের পাঁচ দিনের জন্য এক মাস মেয়াদি ভিসা দেওয়া হবে।’

গত ১৭ জুন থেকে ভিসার আবেদন নেওয়া বন্ধ রেখেছে সৌদি সরকার।

সবচেয়ে বেশি ওমরা হজ করেন পাকিস্তানিরা। এরপর শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়া, ভারত, মিশর, আলজেরিয়া, ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়া, ইরাক ও জর্ডানের মুসলিমরা।

সৌদি সরকার ভিশন-২০৩০ সামনে রেখে ওমরাহ পালনে ইচ্ছুকদের ব্যাপক হারে ভিসা দেওয়া শুরু করেছে। ২০২২ সালের মধ্যে ওমরাহ পালনকারীর সংখ্যা দেড় কোটি ও ২০৩০ সালের মধ্যে তা তিন কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে সৌদি সরকারের।

Pin It